Image description

একসময়ের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। ২০২০ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রির আলো-ঝলমলে জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর মুফতি আনাস সায়েদকে বিয়ে করে সংসার এবং ধর্মীয় জীবনাচরণের দিকেই মনোনিবেশ করেন প্রাক্তন এই অভিনেত্রী। 

এরপর থেকেই নানা সময়ে নেটিজেন ও সমালোচকেরা তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সানাকে নিয়ে প্রশ্ন তুলেছে, স্বামীর কথায় প্রভাবিত হয়েই কি বলিউড ছেড়েছেন তিনি? এবার অভিনেত্রী নিজেই সেসব জল্পনার জবাব দিলেন।  স্পষ্ট ভাষায় সানার উত্তর, তাকে কেউ ব্রেনওয়াশ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিজের। 

এই বিগ বস তারকার ভাষ্য, ‘কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।’ সঙ্গে তার স্বামী মুফতি আনাস সায়েদ যে তাকে অভিনয় ছাড়তে কখনো বাধ্য করেননি সেটাও স্পষ্ট ভাষায় জানান সানা। 

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সানা এর আগে বলেছিলেন- শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। পাশাপাশি স্বামী তার সিদ্ধান্তকে সবসময়ই সমর্থন করেছেন ঠিক, কিন্তু কখনো তার উপর চাপিয়ে দেননি বলেও নানা সময়ে উল্লেখ করেছেন।