সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ একজনকে আটক করেছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের নিজপাট মাস্তিংহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল মাস্তিংহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিউটি করছিল। এসময় পর্যটকবাহী ‘রয়েল পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) নামের একটি বাসে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—২৪০ কেজি ওজনের ১২ বস্তা খোলা জিরা, ৮০ প্যাকেট ম্যান্টস চকলেট, ৯০০ পিস কিটকাট চকলেট, ৬২০ পিস সিনকার্স চকলেট এবং ২০ প্যাকেট অমৃত জিরা। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শের আলী চৌধুরী (৪৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটক শের আলী চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার বনগ্রামের মৃত মিরাজ চৌধুরীর ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, “সীমান্ত দিয়ে চোরাচালান রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments