Image description

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে স্পষ্ট ও খোলামেলা মতামত দেওয়ার জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটার এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক রসাত্মক স্ট্যাটাসে ফারিয়া জানান, শান্তিনগরের ২৪ ঘণ্টার যানজট কিংবা এলাকার কোনো মেয়ের জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমানো—এসব কিছুই তাকে তেমন কষ্ট দেয় না। তার আক্ষেপের জায়গা একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত এবং তিনি নিজে সেই আসনের একজন ভোটার।

তার এই পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। একজন নেটিজেন মজার ছলে মন্তব্য করেন, নির্বাচনের সময় মারামারি দেখার জন্য ভুট্টা কিনে পপকর্ন বানিয়ে রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে আলোচিত।

মানবকণ্ঠ/আরআই