Image description

ঢাকার কেরানীগঞ্জ কোনাখোলা এলাকায় ড্রেজারের বালু উত্তোলনকে কেন্দ্র করে জয়নাল ও রিপন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মালঞ্চ হাসপাতাল) চিকিৎসা নিতে গেলে সেখানে ও তাদের উপর হামলা চালানো হয় এবং হাসপাতালের বাইরে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলা মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানাধীন কোনাখোলা বারৈইখালী এলাকায় জয়নাল গ্রুপের বিপ্লব ড্রেজারের মাটি ভরাট করার সময় রিপনের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় রিপনের মার খেয়ে বিপ্লব সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে সংঘবদ্ধ হয়ে মালঞ্চ এলাকায় রিপনের ওপর হামলা চালাতে গেলে রিপন গ্রুপ পাল্টা হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজনকে আহত করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রিপন গ্রুপের লোকজন হাসপাতালের সামনে গিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং হাসপাতালের গেটে ভাঙচুর চালায়। 

মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মদ নামে বিপ্লবের চাচাতো ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তবে বোমা ফাটানোর বিষয় অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই।

মানবকণ্ঠ/আরএইচটি