Image description

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ সমাপ্তি চুক্তির আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (জেলেনস্কি) রাশিয়ার সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত। তারা থামতে চায়। কারণ তিনি (জেলেনস্কি) প্রচুর সৈন্য হারিয়েছেন, রাশিয়ারও তাই হয়েছে। ’

তিনি বলেন, ‘রাশিয়াও অনেক বেশি সৈন্য হারিয়েছে। তারা প্রায় ৮ লাখ সেনা হারিয়েছে। আমি মনে করি এটা অনেক। ’

মার্কিন এ প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে। সেইসঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান।

এর আগে, বুধবার (২২ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে।

এদিকে ক্রেমলিন বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের ‘বাগাড়ম্বরপূর্ণ’ কথাবর্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প ও পুতিনের ‘সম্মানজনক’ সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।