
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ কনজারভেটিভ সমাজকর্মী চার্লি কার্কের হত্যা নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে টেলিভিশন ব্যক্তিত্ব জিমি কিমেলের একটি টিভি-শো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে টেলিভিশন নেটওয়ার্ক এবিসি।
‘জিমি কিমেল লাইভ’ বন্ধ করে দেওয়ার জন্য টিভি চ্যানেলটিকে সাধুবাদ জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।
রক্ষণশীল ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের হত্যাকাণ্ডকে ঘিরে জিমি কিমেল তার লেট নাইট টক শো-তে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। সেই মন্তব্যের জেরে ট্রাম্প প্রশাসন এবিসি টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুমকি দেয়। তারপরেই তড়িঘড়ি করে টিভি নেটওয়ার্কটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী 'লেট নাইট শো'র অন্যতম, জিমি কিমেল শো বন্ধ করার ঘোষণা করে। লেট নাইট শোগুলি সাধারণত রাত ১১টার পর টিভিতে প্রচারিত হয়।
এসব অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকেন সুপরিচিত কোন উপস্থাপক। জিমি কিমেলও সেরকমই একজন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বজুড়ে তার লেট নাইট শো'র বহু দর্শক-ভক্ত রয়েছে।
Comments