Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা ও অপুষ্টিতে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে আরও চারজন অনাহারে মারা গেছেন।

প্রায় দুই বছর ধরে গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা চালাচ্ছে। অব্যাহত হামলা এবং অবরোধের কারণে সাধারণ মানুষের প্রয়োজনীয় খাবার গাজায় প্রবেশ করতে পারছে না। এতে হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে অনাহারে ভুগছে।

এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে নিয়ে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এত মানুষের মৃত্যুর পরও গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে ইসরায়েল স্থল হামলা চালাচ্ছে। কয়েকদিন আগে শহরে ১০ লাখের বেশি মানুষ বসবাস করলেও হামলার কারণে ধারণা করা হচ্ছে চার লাখ মানুষ অন্যত্র সরে গেছেন।

দুই সপ্তাহ আগে কাতারের দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর যুদ্ধবিরতির আলোচনা থেমে গেছে। এরমধ্যেই গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা চলছে।

সূত্র: মিডল ইস্ট আই