Image description

এবার সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিতে আন্দোলন শুরু করেছে বিদ্রোহী সামরিক ইউনিটগুলো। শনিবার আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা-কে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি এবং সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রাজপথ এখন উত্তপ্ত।

অন্যদিকে, প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা এক বিবৃতিতে এই আন্দোলনের পেছনে বিরোধী দলের অবৈধ ও জোরপূর্বক ক্ষমতা দখলের প্রচেষ্টার অভিযোগ তুলেছেন। তিনি সেনা অভ্যুত্থানের হুঁশিয়ারিও দিয়েছেন।

এর আগে, গত সেপ্টেম্বরে মাদাগাস্কারে দীর্ঘস্থায়ী পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে প্রতিবেশী সমাবেশগুলোর মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। যা ধীরে ধীরে চরম আকার ধারণ করে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।