
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে জান্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনখোলা গ্রামের টিটু মিয়ার মেয়ে জান্নাত বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল। এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় জান্নাতকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা জানান, “শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
Comments