Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে নরসিংদীর দুটি সচল সার কারখানা ধ্বংস করে একটি নতুন কারখানা নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি বলেন, দুর্নীতির আড়ালে নতুন সার কারখানা তৈরির প্রকল্প নিয়ে পুরনো দুটি কারখানা ভেঙে ফেলা হয়েছে, যা দেশের অর্থনীতি ও শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর।

রোববার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান আরও অভিযোগ করেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধনের সময় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি দাবি করেন, এই কারখানা থেকে সার উৎপাদন না করে অন্য কারখানা থেকে সার এনে উৎপাদন শুরুর মিথ্যা উদ্বোধন দেখানো হয়েছে।

তিনি বলেন, “দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। দেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতির লাগাম টানতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার ছাত্র-জনতা যে বৈষম্য দূর করতে জীবন দিয়েছিল, তা নির্মূল করতে হবে। বিএনপি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে বৈষম্য দূর করে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এবং ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সমাবেশে শ্রমিকদের অধিকার এবং দেশের শিল্প খাতে দুর্নীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. মঈন খানের বক্তব্যে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শিল্প খাতের ক্ষতি এবং জনগণের প্রতি প্রতারণার বিষয়টি সামনে আসে, যা শ্রমিক সমাজের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।