Image description

জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীন মিশরে গাজা শান্তি চুক্তি সই হলেও, ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করেছে। এই পদক্ষেপ যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য ‘যুদ্ধ বন্ধ’কে প্রশ্নবিদ্ধ করেছে।

সর্বশেষ রোববার ও সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি মুক্তি হয়েছে, যা ফিলিস্তিন ও ইসরায়েলে উৎসবের মতো পরিস্থিতি তৈরি করেছিল। ঠিক এমন অবস্থায় আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। গাজা সিটির শুজাইয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনীর এই হত্যার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে যে, ওই ব্যক্তিরা তাদের সেনাদের দিকে এগিয়ে যাওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়।

আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আরও দাবি করেছে, তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা নির্ধারিত কথিত ‘হলুদ সীমা’ অতিক্রম করে। গাজার বাসিন্দাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে আইডিএফ।