নাসিরনগরে নদীতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নদীতে গোসল করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পরই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১৪ অক্টোবর (বুধবার) উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক ২টার দিকে মহিষবেড় টেকের বাড়ির লাল মিয়ার মেয়ে শাইলা আক্তার (৭) স্কুল থেকে বাড়িতে আসে। এরপর সে বাড়ির পাশ্ববর্তী নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরই মাঝে নদী তীরের লোকজন নদীতে তার মরদেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা দ্রুত এসে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাইলাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুতে পরিবারে এবং গ্রামের সবাই গভীরভাবে শোকাহত।
Comments