
রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান (৫৬) নামের এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন দলিল লেখক এবং পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রয়োজনীয় কাজে তিনি জেলা রেজিস্ট্রি অফিসে যান। কাজ শেষে দুপুরে পাংশায় ফেরার পথে রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় গোয়ালন্দমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ ওশন আরা বলেন, “ সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে আনা হয়, মেডিক্যাল অফিসার ডা.সৌরভ রোগীকে দেখেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহন করছে।”
Comments