Image description

মতবিরোধের জেরে ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারে হামলা ও গাজা সিটি দখলসহ কয়েকটি নীতিগত বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়।  

মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম *জেরুজালেম পোস্ট* জানায়, হানেগবিকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার মেয়াদ শেষ হচ্ছে এবং শিগগিরই জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে।

হানেগবি নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ অক্টোবর হামাসের হামলা ঘিরে ইসরাইলের যে ব্যর্থতা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যর্থতার দায় তিনি নিজেও নিচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, গত মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি বিমান হামলা এবং গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। হানেগবি মন্ত্রিসভার বৈঠকে গাজা দখলের প্রস্তাবের বিরোধিতা করে সতর্ক করেছিলেন, এতে ইসরাইলি বন্দিদের জীবনের ঝুঁকি বাড়বে।

গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলের বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলাটির নিন্দা জানিয়েছে বিশ্বের বহু দেশ।