Image description

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে ধামরাই বাজার হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ সড়ক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, সাভার হাইওয়ে থানার ওসি সালেহ্ আহমেদ, নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ ইসলাম, ধামরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস, কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন, আমরা রাস্তার শৃঙ্খলা রক্ষায় নিরাপদ সড়ক চাই ব্যানারে কাজ করে যাচ্ছি। চালকদের সচেতনতা বৃদ্ধিতে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। প্রতি বছর ২২ অক্টোবর দেশব্যাপী নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। মানুষকে সচেতন করতে সব সময় আমরা কাজ করে যাচ্ছি।