
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দুবাগ ইউনিয়নের দুবাগ এলাকা থেকে দুইটি পিকআপ ভর্তি কাঠ জব্দ করেছে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান দুটি জব্দ করা হয়।
বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভারত সীমান্তের বাংলাদেশের ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভ্যান দুটি থেকে কাঠ জব্দ করা হয়। বিজিবি ৫২ ব্যাটালিয়নের টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি টহলদল মালিকবিহীন কাঠ ও পিকআপ ভ্যান জব্দ করেছে।
Comments