Image description

উগান্ডার কাম্পালা-গুলু মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদেনে এ তথ্য জানা গেছে।

দুটি বাস, একটি লরি ও একটি কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধাবার উগান্ডা পুলিশ ফোর্স এ তথ্য নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, কাম্পালা-গুলু মহাসড়কে একদিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপরদিক থেকে আসা একটি লরি ও কারের সংঘর্ষ হয়। ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

দুর্ঘটনায়ে ৬৩ জন নিহতের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অনেকে। কিরিয়ানডঙ্গো শহরের হাসপাতাল ও পার্শ্ববর্তী অন্যান্য হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

দক্ষিণাঞ্চলীয় কাম্পালা ও উত্তরাঞ্চলীয় গুলু শহরের মধ্যকার এই মহাসড়ক উগান্ডার সবচেয়ে ব্যস্ত সড়কের মধ্যে অন্যতম। দুর্ঘটনা এড়াতে প্রাণঘাতী ওভারটেকিং বন্ধে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। কারণ, ওভারটেকিংয়ের কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে।