উগান্ডার কাম্পালা-গুলু মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদেনে এ তথ্য জানা গেছে।
দুটি বাস, একটি লরি ও একটি কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধাবার উগান্ডা পুলিশ ফোর্স এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, কাম্পালা-গুলু মহাসড়কে একদিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপরদিক থেকে আসা একটি লরি ও কারের সংঘর্ষ হয়। ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায়ে ৬৩ জন নিহতের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অনেকে। কিরিয়ানডঙ্গো শহরের হাসপাতাল ও পার্শ্ববর্তী অন্যান্য হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণাঞ্চলীয় কাম্পালা ও উত্তরাঞ্চলীয় গুলু শহরের মধ্যকার এই মহাসড়ক উগান্ডার সবচেয়ে ব্যস্ত সড়কের মধ্যে অন্যতম। দুর্ঘটনা এড়াতে প্রাণঘাতী ওভারটেকিং বন্ধে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। কারণ, ওভারটেকিংয়ের কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে।
Comments