কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম নামের এক নারীর পায়ে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলি ছেনুয়ারার পায়ে লেগেছে বলে ধারণা করছেন তারা। আহত ছেনুয়ারা লম্বাবিল বাগগুনা এলাকার আক্তার হোসেনের স্ত্রী।
এছাড়া একই এলাকায় মিজবা উদ্দিন নামের এক ব্যক্তির দোকানে একটি গুলি এসে পড়ে। পরে তা উদ্ধার করেন স্থানীয়রা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আহত নারী কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন জানান, তার স্ত্রী ও শিশু সন্তান টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছানোর পর একটি গুলি এসে তার পায়ে লাগে।




Comments