Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

নিহত সায়মা হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

প্রত্যক্ষদর্শী তৌফিক রহমান বলেন, “আমরা জিমের সামনে খেলছিলাম। যতক্ষণে সেখানে (সুইমিংপুল) গিয়ে আপুটিকে তুললাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। পাঁচ মিনিটের অধিক সময় তিনি পানির নিচে ছিলেন।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্য কর্মকর্তা চিকিৎসক শংকর বলেন, “আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আইনি প্রক্রিয়ার জন্য তাকে মর্গে পাঠানো হয়েছে।"