Image description

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো লটারিতে টিকিট কিনে বাজিমাত করেছেন এক বাংলাদেশি প্রবাসী। দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত মানসুর আহমেদ (২৪) জিতেছেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ, যার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। গালফ নিউজ এই খবর নিশ্চিত করেছে।

মানসুর আহমেদ গত চার বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং তার পরিবার বাংলাদেশেই থাকে। তিনি জানান, বিগ টিকিট লটারির খবর তিনি প্রথম সামাজিক মাধ্যমে জানতে পারেন। এরপর ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে সবাই মিলে টিকিট কেনেন।

লটারি কর্তৃপক্ষ যখন তাকে এই সুসংবাদ জানাতে ফোন দেয়, তখন তিনি এতটাই অবাক হন যে, নিজেই তা বিশ্বাস করতে পারছিলেন না। মানসুর বলেন, "আমরা এই অর্থ ভাগ করে নেবো এবং ভবিষ্যতেও একসঙ্গে বিগ টিকিট কিনতে থাকবো। এটা এমন একটা অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলবো না।"