পূর্ব পশ্চিম সীমান্ত দুই ফ্রন্টেই পাকিস্তান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই দাবি করেন পাক প্রতিরক্ষামন্ত্রী।
খাজা আসিফ বলেন, ‘আমরা প্রস্তুত, আমরা পূর্ব (ভারত) ও পশ্চিম (আফগানিস্তান) উভয় সীমান্তে লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয় রাউন্ডেও তিনি আমাদের সাহায্য করবেন।’
তিনি আরও বলেন, ‘যদি তারা চূড়ান্ত লড়াই চায়, আমাদের কাছে তখন যুদ্ধ ছাড়া বিকল্প কিছু থাকবে না।’
ইসলামাবাদে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করলেন খাজা আসিফ।
এদিকে ইসলামাবাদ আদালত প্রাঙ্গণে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে হামলাকারী একজন আফগান নাগরিক বলে বুধবার (১২ নভেম্বর) নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জিও নিউজের খবরে বলা হয়, ‘আমি নিশ্চিত করতে পারি যে, আক্রমণকারী একজন আফগান নাগরিক। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং অপ্রয়োজনীয়ভাবে অন্যদের দোষারোপ করে না।’
মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত ভবনের বাইরে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন। বৃহস্পতিবার জেলা আদালত বন্ধ রয়েছে এবং শহরের অন্যান্য আদালত ভবনগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।




Comments