Image description

ভারী বর্ষণের কারণে ভূমিধস ও বন্যায় আক্রান্ত দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলংকা। এতে এখন পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে সরকারের তরফ থেকে জানা গেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু অঞ্চলে ইতোমধ্যেই যাত্রীবাহী ট্রেন চলাচল ও রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে সরকার। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চল। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত পাহাড়ী চা উৎপাদনকারী অঞ্চল বাদুল্লা ও নুওয়ারা এলিয়া-তে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

কেন্দ্র জানিয়েছে, একই এলাকায় ভূমিধসের কারণে আরও ২১ জন নিখোঁজ রয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন।

শ্রীলঙ্কাতে গত সপ্তাহ থেকেই আবহাওয়ার চরম অবনতি হতে শুরু করে। পরবর্তীতে কয়েক দিনের প্রবল বর্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়। ভারী বর্ষণের দরুন ঘরবাড়ি, ফসলের মাঠ ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অতিবৃষ্টির কারণে জলাধার এবং নদীগুলো পূর্ণ হয়ে পানি উপচে পড়েছে। ফলে বিভিন্ন প্রদেশকে সংযোগকারী গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

পাহাড়ী অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় রেলপথের উপর পাথর, কাদা এবং গাছপালা পড়ে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষ তাই বাধ্য হয়েই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, বন্যা আক্রান্ত এলাকায় একটি বাড়ির ছাদ থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তিন ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। একইভাবে নৌবাহিনী  এবং পুলিশও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।