ব্রাহ্মণবাড়িয়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলোপাতাড়ি গোলাগুলি হয়েছে। এতে গুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুলিবিদ্ধরা হচ্ছেন টুটুল (৩৫), শোয়েব (২৫), সানজু (২৩)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় শহরের টিএ রোড এলাকায় কান্দিপাড়া মহল্লার মাইমলহাটির কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী আকস্মিকভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে। পথচারীরা প্রাণ বাঁচাতে পালাতে থাকেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, এলাকায় দেলোয়ার হোসেন দিলীপের সঙ্গে সাকিলের কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।




Comments