Image description

ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ভারতের তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

তামিলনাড়ুতে এরই মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। ঝড়ের প্রভাবে রোববার তামিলনাড়ুর বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। সবশেষ তথ্য অনুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত, ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। 

এর আগে শুক্রবার শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। বন্যা ও ভূমিধসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। ঝড়ের তাণ্ডবে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজারের বেশি ঘরবাড়ি।