Image description

মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ২০মামলার আসামি মিল্টন মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে আটকের পর আজ রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পরে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে; চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরক মামলাসহ মোট ২০টি মামলার আসামি মিল্টন মল্লিক (৪৬। তাকে আটকের পরে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-১ এর একটি অভিযানিক দল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিল্টন মল্লিক মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী এলাকার বাসিন্দা। তিনি বারেক মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভয়ভীতি, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। 

স্থানীয়দের অভিযোগ, তার নেতৃত্বাধীন একটি ক্যাডারবাহিনী বিভিন্ন সময় অস্ত্রের প্রদর্শন করে জনমনে আতঙ্ক তৈরি করত।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে যৌথ বাহিনীর অভিযানে মিল্টন মল্লিকের বাড়ি থেকে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসময় তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, মিল্টন এলাকায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করত।

এই ঘটনাগুলো স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদস্যরা ৩০ নভেম্বর (রবিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে মিল্টন মল্লিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, মিল্টন মল্লিক এর বিরুদ্ধে ২০ মামলা রয়েছে। তাকে আটকের পর মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।