Image description

ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এছাড়াও দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার বিকেলে ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয় কোস্ট গার্ড। কিন্তু কোন জাহাজ জব্দ করা হয়েছে। এতে জ্বালানি ছিল নাকি, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল— তার বিস্তারিত কিছু জানানি তারা। জাহাজটির নামও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্যাংকার জব্দের ব্যাপারে ট্রাম্প বলেছেন, ‘আমরা এ মাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি… বড় ট্যাংকার, খুবই বড়, জব্দকৃত ট্যাংকারের মধ্যে সবচেয়ে বড়।”

ট্যাংকার জব্দের পাশপাশি অন্য আরও কিছু ঘটছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “অন্যকিছুও হচ্ছে। আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে।”

এ ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স–এ জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ড, সামরিক সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনিজুয়েলা ও ইরানের তেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। তিনি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—দুটি হেলিকপ্টার একটি জাহাজের কাছে পৌঁছায় এবং সেনারা রশি বেয়ে ট্যাংকারটিতে নামছেন। 

তথ্যসূত্র : রয়টার্স