ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চালু করা হয়েছে নতুন ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা। যারা কমপক্ষে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) দিতে পারবেন, যাচাই-বাছাই সাপেক্ষে তারা দ্রুত এই ভিসা ও নাগরিকত্ব পাবেন। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, এই প্রক্রিয়ায় প্রায় ১ কোটি বিদেশিকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব দেওয়া।
বিবিসি জানায়, শুধু গোল্ড কার্ডই নয়, আরও উচ্চবিত্তদের জন্য রয়েছে ৫০ লাখ ডলারের ‘প্লাটিনাম কার্ড’, যার সঙ্গে মিলবে বিশেষ কর-সুবিধা। ট্রাম্পের দাবি, ‘উৎপাদনশীল ও উচ্চমানের পেশাদারদের’ আকর্ষণ করতেই এই উদ্যোগ। তিনি মনে করেন, ১ কোটি গোল্ড কার্ড বিক্রি করা সম্ভব হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি অনেকটাই কমে আসবে।
তবে এই সুবিধার উল্টো পিঠে রয়েছে কঠোর অভিবাসন নীতি। এইচ–১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়েছে, যা নিয়ে প্রযুক্তি কোম্পানি ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এছাড়া অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং ১৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও বহাল রাখা হয়েছে। ডেমোক্র্যাটরা এই নীতির কঠোর সমালোচনা করে বলেছেন, এটি কেবল ধনীদের অন্যায় সুবিধা দেওয়ার একটি পায়তারা।




Comments