Image description

মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালে যুদ্ধের শেষ দিকে পাকিস্তান ভারতে হামলা করলে মুক্তিযুদ্ধে সরাসরি যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। এ কারণে তারাও বাংলাদেশের বিজয় দিবসের সাথে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেন, এটি এমন এক বিজয় ছিল যেখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যা একসাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে।
 
এতে বলা হয়েছে, বিজয় দিবস কেবল একটি তারিখ নয় - এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি এমন এক বিজয় যা ভারতের সামরিক ইতিহাসকে নতুন রূপ দিয়েছে, নতুন করে সাজিয়েছে দক্ষিণ এশিয়ার মানচিত্র এবং এক নতুন জাতির জন্ম দিয়েছে – বাংলাদেশ’, উল্লেখ করা হয় বিবৃতিতে। 
 
এক্স-এ দেয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘এটি (মুক্তিযুদ্ধ) পাকিস্তানি সেনাবাহিনীর সমগ্র সম্প্রদায়ের ওপর চালানো নৃশংস অত্যাচার, নিপীড়ন এবং নিষ্ঠুরতারও অবসান ঘটায়।’

এতে আরও বলা হয়, ‘মাত্র ১৩ দিনে, ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প এবং ব্যতিক্রমী সামরিক দক্ষতা দেখিয়েছে, যার পরিণতি ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ - যা বিশ্ব ইতিহাসের বৃহত্তম সামরিক আত্মসমর্পণগুলোর মধ্যে একটি।’
 
সবশেষে বলা হয়েছে, এই দিনটি (১৬ ডিসেম্বর) নিজের বন্ধুদের প্রতি ভারতের আনুগত্যের প্রমাণ এবং তার প্রতিপক্ষদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে – ভারত যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায়, বিজয় তখন অনিবার্য।