Image description

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে শনিবার একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়কে উল্টে গিয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, ২৯ আসনের ওই বাসটিতে একটি দাতব্য সংস্থার সদস্যরা ছিলেন। পাহাড় থেকে ঢালু পথ দিয়ে নিচে নামার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় ফিং হো কম্যুনের চেয়ারম্যান হোয়াং আন তুয়ান সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকারী দল দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাসের ভেতরে আরও কয়েকজন যাত্রী আটকা পড়ে ছিলেন। তাদের উদ্ধারে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে বাসের বডি কেটে ভেতরে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তুয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, স্থানীয় কর্মকর্তা এবং সাধারণ মানুষ একযোগে অংশ নিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।