Image description

বৈধভাবে কর্মসংস্থানের বড় সুযোগ পেলেন পাকিস্তানি নাগরিকরা। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ হিসেবে ইতালি সরাসরি পাকিস্তানিদের জন্য ১০ হাজার ৫০০টি চাকরির কোটা বরাদ্দ করেছে। শনিবার পাকিস্তানের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি ইতালি ও পাকিস্তান সরকারের মধ্যে সম্পাদিত একটি চুক্তির অধীনে এই কোটা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরে মোট ১০ হাজার ৫০০ জন পাকিস্তানি নাগরিক ইতালিতে কাজের সুযোগ পাবেন। প্রতি বছর ৩ হাজার ৫০০ জন করে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নেবে ইতালি সরকার।

চাকরিগুলো প্রধানত জাহাজভাঙা শিল্প, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, কুক বা রাঁধুনি, রেস্তোরাঁ কর্মী এবং গৃহকর্মী হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন।

পাকিস্তানের প্রবাসী কল্যাণ মন্ত্রী সালিক হুসাইন ইতালির এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে দেশের জন্য একটি 'মাইলফলক' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “ইউরোপের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের নাগরিকদের জন্য বৈধ পথে বিদেশে যাওয়ার বড় দুয়ার খুলে দিল।”

চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তান-ইতালি জয়েন্ট ওয়ার্কিং কমিটি কাজ শুরু করবে। এই কমিটির মাধ্যমেই কর্মী নির্বাচন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইউরোপের কোনো দেশ এককভাবে পাকিস্তানের জন্য এত বড় সংখ্যক চাকরির কোটা নির্দিষ্ট করে দেয়নি। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বৈদেশিক কর্মসংস্থান রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: জিও নিউজ