Image description

২০২৫ সালের শেষ দিনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সূর্যোদয়ের দেশ জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের প্রায় ১৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ৫.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।

এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ডিসেম্বর মাসের শুরুতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।