Image description

ভেনেজুয়েলার প্রভাবশালী রাজনৈতিক নেত্রী এবং নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিকোলাস মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি মুক্ত ভেনেজুয়েলা হবে সমগ্র ‘আমেরিকাস’ (উত্তর ও দক্ষিণ আমেরিকা) অঞ্চলের প্রধান জ্বালানি কেন্দ্র।

সাক্ষাৎকারে মাচাদো তিনটি মূল লক্ষ্য নিয়ে কাজ করার কথা বলেন:
১. নিরাপত্তা জোট: আমেরিকা অঞ্চলের অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে একটি শক্তিশালী নিরাপত্তা মিত্র গড়ে তোলা, যা ভেনেজুয়েলা ও আমেরিকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।
২. জ্বালানি হাব: বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে এবং উন্মুক্ত বাজার ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলাকে জ্বালানির কেন্দ্রবিন্দুতে পরিণত করা।
৩. নাগরিকদের প্রত্যাবর্তন: যারা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেই নাগরিকদের ফিরিয়ে এনে একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাচাদোর জনসমর্থন ও সম্মান নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও, মাচাদো তার ওপর কোনো ক্ষোভ রাখেননি। বরং তিনি তার অর্জিত নোবেল শান্তি পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। মাচাদো বলেন, “আমি বিশ্বাস করি ট্রাম্প এই সম্মানের যোগ্য। গত শনিবার তিনি যা করেছেন, তা দিয়ে তিনি বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলে কী অর্জন করতে চান।”

উল্লেখ্য, গত মাসে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যাওয়ার পর মাচাদো আর দেশে ফেরেননি। এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার পর সোমবার কারাকাসে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি মাদুরোর বর্তমান অবস্থাকে ‘সশস্ত্র অপহরণ’ হিসেবে অভিহিত করেন এবং মাদুরো ও তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানান।+

মানবকণ্ঠ/আরআই