Image description

ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৩০। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

ঘটনার দিন সকালে শহরের কয়েকটি সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে সমবেত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বৃদ্ধি পায়। তাদের মধ্যে কিছু ব্যক্তি পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

সংঘর্ষে জড়ানো ব্যক্তিদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন নিহত হন। সহিংসতার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কয়েকটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে ১২ দিন ধরে বিক্ষোভ চলছে। এএফপির তথ্য অনুযায়ী, দেশটির ৩১ প্রদেশের মধ্যে ২৫টিতে বিক্ষোভ ছড়িয়েছে। এই কয়দিনে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।