রাশিয়া ‘জরুরি ভিত্তিতে’ ইসরাইল থেকে নিজেদের কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে বলে ইউক্রেন-ভিত্তিক দু’টি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলা হচ্ছে, এ লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় তিনটি ফ্লাইটও পরিচালনা করা হয়েছে।
ইউক্রেনের জনপ্রিয় সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এবং ইউক্রেনিয়ান ন্যাশনাল নিউজ (ইউএনএন)-এর প্রতিবেদন অনুসারে, দ্রুতগতিতে এই সরিয়ে নেয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে মস্কোর কাছে কোনো ‘গুরুত্বপূর্ণ তথ্য’ আছে।
ডেইলি ইরান নিউজের বরাত দিয়ে কিয়েভ পোস্ট ও ইউএনএন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, ইসরাইলে অবস্থিত রুশ দূতাবাসের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুততার সঙ্গে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে।
ইসরাইল থেকে রাশিয়ার দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া সংক্রান্ত কিয়েভ পোস্টের প্রতিবেদন।
ইউএনএন-এর প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া তার কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিতে তৃতীয়বারের মতো ফ্লাইট পরিচালনা করেছে। পুরো প্রক্রিয়াটি সুসংগঠিতভাবে এবং দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে।
তবে প্রতিবেদনের এমন দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রাশিয়া কিংবা ইসরাইল কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।




Comments