Image description

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে এক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে নেওয়া হবে কিনা-এমন প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তিনি বলেছেন, ‘এটার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না।’

যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট পুতিনের ক্ষেত্রেও একই কাজ করতে পারে বলে মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি আপনারা স্বৈরশাসকদের সঙ্গে এমনটা করতে পারেন, তাহলে বলবো, যুক্তরাষ্ট্র জানে যে পরবর্তী ধাপে কী করতে হবে।’ তার এই মন্তব্যের কয়েক দিনের মাথায় ট্রাম্পকে এমন প্রশ্নের মুখে পড়তে হলো। খবর আরটির

শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় জেলেনস্কির সেই মন্তব্য সামনে আনেন ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুকি। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি কখনো পুতিনকে ধরার জন্য কোনো অভিযান চালানোর আদেশ দেবেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা তার (পুতিন) সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখব এবং সব সময়ই রেখেছি।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য তার মধ্যস্থতার চেষ্টা সফল না হওয়ায় তিনি অত্যন্ত হতাশ।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছে মস্কো। এ ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে রাশিয়া।