ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় এক মর্মান্তিক ভূমিধসের ঘটনায় দেশটির নৌবাহিনীর ২৩ জন মেরিন সেনার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল টুঙ্গগুল এই তথ্য নিশ্চিত করে জানান যে, গত শনিবার ভোরে রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দূরে বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে এই বিপর্যয় ঘটে।
মূলত ইন্দোনেশিয়া-পাপুয়া নিউগিনি সীমান্তে টহল দেওয়ার প্রস্তুতিমূলক প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে তারা মাটিচাপা পড়েন।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, টানা কয়েক দিনের অতিবৃষ্টির কারণে ওই পাহাড়ি এলাকায় ধস নামে। এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধার করা লাশের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও অন্তত ৪২ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে প্রায় ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং বেশ কয়েকটি এক্সকাভেটর ব্যবহার করে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বর্ষা মৌসুমে প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যা গত কয়েক মাসে সুমাত্রাসহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments