নতুন বছরের শুরুতেই মহাকাশ গবেষণায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশনটি তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়েছে। রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে এতে থাকা ১৬টি স্যাটেলাইটের মধ্যে ১৫টিই হারিয়ে গেছে।
ব্যর্থতার কারণ
ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬২ অভিযানের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে গুরুতর যান্ত্রিক সমস্যা দেখা দেয়। রকেটটির ‘স্ট্র্যাপ-অন’ মোটরগুলো থ্রাস্ট দেওয়ার সময় অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয়, যার ফলে রকেটটি নির্ধারিত উড্ডয়নপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। এই বিচ্যুতির কারণে ১৬টি পেলোডের মধ্যে ১৫টির সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেগুলো কক্ষপথে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়।
একমাত্র রক্ষা পাওয়া পেলোড
পুরো মিশনটি ব্যর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, স্পেনের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘অরবিটাল প্যারাডাইম’ ব্যতিক্রমী এক সাফল্যের খবর জানিয়েছে। প্রতিষ্ঠানটির তৈরি ‘কেস্ট্রেল ইনিশিয়াল ডেমোনস্ট্রেটর’ (কিড) নামক একটি ছোট ক্যাপসুল প্রতিকূলতার মাঝেও রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হতে পেরেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সব বাধা পেরিয়ে তাদের ‘কিড’ ক্যাপসুলটি সক্রিয় হয়েছে এবং পৃথিবী অভিমুখে প্রয়োজনীয় টেলিমেট্রি ডেটা পাঠাতে সক্ষম হয়েছে। বর্তমানে তারা ক্যাপসুলটির গতিপথ পুনর্গঠনের কাজ করছে।
গুরুত্বপূর্ণ উপগ্রহের ক্ষতি
সোমবারের এই অভিযানে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরদারি স্যাটেলাইট ‘অণ্বেষা’ -সহ মোট ১৬টি পেলোড মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে যান্ত্রিক গোলযোগের কারণে অণ্বেষাসহ ১৫টি উপগ্রহই অকেজো হয়ে যাওয়ায় এটি ইসরোর জন্য একটি বড় আর্থিক ও কৌশলগত ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
ইসরো কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কী কারণে এই অস্বাভাবিক কম্পন এবং যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
সূত্র: এনডিটিভি ও রয়টার্স।




Comments