Image description

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসে মোবাইল ফোনে অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বিরুদ্ধে। তার স্ত্রী তামান্না শারমীনও একই কারাগারে ছিলেন। নিরাপত্তার স্বার্থে বর্তমানে তাদের কারাগার বদল করা হয়েছে।

চট্টগ্রাম কারাগার সূত্র জানায়, সম্প্রতি সাজ্জাদকে রাজশাহী ও তার স্ত্রী তামান্নাকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। গত সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে গত সপ্তাহে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে তাদের দুই কারাগারে স্থানান্তর করা হয়। যদিও কারাগারে বসে মোবাইল ফোনে অপরাধ জগৎ নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ।

কারা বিভাগ চট্টগ্রামের ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, একাধিক মামলার আসামি সাজ্জাদকে রাজশাহী ও তার স্ত্রীকে ফেনী পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দিদের এক কারাগার থেকে অন্য কারাগারে আনা-নেওয়া একটি রুটিন কাজ। কারাগারে বসে মোবাইল ফোনে অপকর্ম করার সুযোগ নেই বলে জানান এ কর্মকর্তা।

চট্টগ্রামে প্রাইভেটকারে জোড়া খুনের ঘটনায় ঢাকার বসুন্ধরা সিটি থেকে গত ১৫ মার্চ গ্রেপ্তার করার পর সাজ্জাদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি করা হয়। তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন সাজ্জাদ ও তাঁর স্ত্রী। কিছুদিন পর প্রকাশ্যে গুলি করে বাবলাকে খুন করা হয়।

কারাগারে বসে মোবাইলে দেওয়া নির্দেশনা অনুযায়ী বাবলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বাবলার পরিবার। এ ছাড়া কারাবন্দি অবস্থায় চট্টগ্রামে জোড়া খুনসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম আসে সাজ্জাদের। সে বর্তমানে এক ডজন মামলার আসামি।