প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং কাঠামোতে ঢাকা কলেজকে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। প্রস্তাবটি দ্রুত বাতিল না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীদের ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’, ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিং-এর ঠাঁই নাই’, ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। প্রায় এক ঘণ্টা ধরে এ বিক্ষোভে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজের নিজস্ব ইতিহাস, পরিচিতি ও শিক্ষার পরিবেশ বহুদিনের। দীর্ঘদিন ধরে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম পরিচালিত এ প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নতুন স্কুলিং কাঠামো যুক্ত করা হলে কলেজের স্বকীয়তা নষ্ট হবে। এতে উচ্চমাধ্যমিক শিক্ষার মানও ব্যাহত হতে পারে।
এর আগে ২৩ নভেম্বর একই দাবিতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।




Comments