Image description

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন খালাস চেয়ে আপিল করেছেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে দায়িত্ব পালন করছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৭ নভেম্বর মামলার রায়ের মাধ্যমে সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে আসামি থেকে তিনি রাজসাক্ষী হন।