পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
মাহদী হাসানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গতকাল রাত থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই বিশেষ আদালত বসিয়ে মাহদীর জামিন শুনানির দাবি জানান। গভীর রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে আইনি প্রক্রিয়ার কারণে আজ সকালে তাকে আদালতে তোলা হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি এনামুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। ]
এনামুল হাসানের মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে অবস্থান নেন। ওই সময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জের ধরেই শনিবার সন্ধ্যায় মাহদীকে গ্রেপ্তার করা হয়েছিল।




Comments