বগুড়ার সাবেক এমপি বাবলু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জ্ঞাত আয়বহির্ভূতভাবে এক কোটি দুই লাখ ছয় হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু (৬৩) ও তাঁর স্ত্রী বিউটি খাতুন (৫৫)-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারির এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় দুদক বগুড়া জেলা কার্যালয় থেকে সাবেক এমপি বাবলু ও তাঁর স্ত্রীর কাছে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়। তাঁদের জমা দেওয়া হিসাব বিবরণীতে অসঙ্গতি পাওয়ায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে বিস্তারিত অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধান শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০২৪ সালের ২৫ মার্চ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে সহকারী পরিচালক তারিকুর রহমান এবং পরবর্তীতে সহকারী পরিচালক জাহিদুল ইসলাম তদন্ত করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে এক কোটি দুই লাখ ছয় হাজার ২৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়ায় গত ডিসেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন জানায় দুদক।
উল্লেখ্য, সাবেক এমপি মো. রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আকন্দপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে।
এদিকে, তথ্য গোপন ও অবৈধভাবে আরও ৭৭ লাখ ৩৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা আরেকটি পৃথক মামলাতেও আদালত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারির আদেশ দিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments