সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, অফিস সম্পাদক আবুল খায়ের, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, দিদার হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, কৃষ্ণ চন্দ্র দাস, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, মীর মামুন, এড. নাছির উদ্দীন, নন্দন রায়, নাছির উদ্দীন অনিক, ইকবাল হোসেন রুবেল, সাইফুল ইসলাম রুবেল, এস.এম ইকবাল হোসাইন প্রমুখ।
বক্তারা সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর এই নগ্ন হামলার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Comments