অচেনা কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, হঠাৎ দেখলেন মোবাইলে নেটওয়ার্ক নেই কিংবা ডাটা প্যাক শেষ! এমন পরিস্থিতিতে পথ হারানো স্বাভাবিক। তবে আগে থেকে একটু প্রস্তুতি থাকলে ইন্টারনেট ছাড়াই আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে গুগল ম্যাপস (Google Maps)।
গুগল ম্যাপসের ‘অফলাইন ম্যাপ’ ফিচারটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগ ছাড়াই ম্যাপ দেখা এবং নেভিগেশন সুবিধা পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এই ফিচারটি ব্যবহার করবেন।
অফলাইন ম্যাপ কেন প্রয়োজন?
নেটওয়ার্কবিহীন রিমোট এরিয়া বা পাহাড়ি এলাকায় ভ্রমণের জন্য।
বিদেশে ভ্রমণের সময় রোমিং চার্জ বা ডাটা খরচ বাঁচাতে।
ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডাটা সাশ্রয় করতে।
যেভাবে ম্যাপ ডাউনলোড করবেন
অফলাইনে ম্যাপ ব্যবহারের জন্য আপনাকে ইন্টারনেট (Wi-Fi বা মোবাইল ডাটা) থাকা অবস্থায় ম্যাপটি ডাউনলোড করে রাখতে হবে।
ধাপ ১: আপনার স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপটি ওপেন করুন।
ধাপ ২: স্ক্রিনের ওপরের ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে (Profile Picture) ট্যাপ করুন।
ধাপ ৩: মেনু থেকে 'Offline maps' অপশনটি নির্বাচন করুন।
ধাপ ৪: এবার 'Select your own map'-এ ক্লিক করুন।
ধাপ ৫: একটি বক্স আসবে। আপনি যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, জুম ইন বা জুম আউট করে সেই এলাকাটি বক্সের ভেতরে আনুন। (বক্সের ভেতরের অংশটুকুই ডাউনলোড হবে)।
ধাপ ৬: নিচে 'Download' বাটনে ট্যাপ করুন।
ম্যাপের সাইজ অনুযায়ী ডাউনলোড হতে কিছু সময় নিতে পারে। ডাউনলোড হয়ে গেলে সেই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট ছাড়াই আপনি ম্যাপ ব্যবহার করতে পারবেন।
এসডি কার্ডে (SD Card) ম্যাপ সংরক্ষণ করবেন যেভাবে
আপনার ফোনের ইন্টারনাল মেমোরি কম থাকলে ম্যাপটি মেমোরি কার্ডেও সেভ করতে পারেন।
১. Offline maps-এ গিয়ে ওপরের ডানদিকের সেটিংস (Gear Icon) আইকনে ক্লিক করুন।
২. 'Storage preferences' থেকে 'Device'-এর বদলে 'SD Card' নির্বাচন করুন।
অফলাইন ম্যাপে কী কী সুবিধা পাবেন?
গাড়ির জন্য টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা দিকনির্দেশনা।
ডাউনলোড করা এলাকার ভেতরের হোটেল, রেস্তোরাঁ বা নির্দিষ্ট স্থান সার্চ করার সুবিধা।
গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে তার আনুমানিক হিসাব।
সীমাবদ্ধতা
অফলাইন মোডে কিছু ফিচার কাজ করবে না। যেমন:
লাইভ ট্রাফিক আপডেট (রাস্তায় জ্যাম আছে কি না তা দেখা যাবে না)।
পাবলিক ট্রান্সপোর্ট বা বাসের রুট এবং হাঁটার রাস্তা অনেক সময় সঠিকভাবে নাও দেখাতে পারে।
বিকল্প রাস্তা বা 'Alternative Route' দেখানোর ক্ষমতা সীমিত থাকে।
ডাউনলোড করা ম্যাপের মেয়াদ সাধারণত ১ বছর (বা তার কম) থাকে। মেয়াদ শেষ হওয়ার আগে বা ভ্রমণের ঠিক আগে ওয়াই-ফাই সংযোগে এসে ম্যাপটি 'Update' করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে নতুন রাস্তাঘাট ম্যাপে যুক্ত হয়ে যাবে।




Comments