Image description

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

তবে তাঁকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশোতে করা আনিস আলমগীরের নানা বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে।