রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আ.লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
খিলক্ষেত থানা ছাত্রলীগ সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬)
যশোর ঝিকরগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫)
সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল (৪৫)
ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫)
ঢাকা মহানগর দক্ষিণ আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪)
আওয়ামী লীগ কর্মী মো. রিপন (৩৮)
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭)
বরগুনা আমতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলাম (৩৪)
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬)
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট (৩৬)
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান বিভিন্ন সময় ও স্থানে চালানো হয়েছে।
যেমন—
কাজী আইনুল আসিফ: সোমবার বিকেল ৪টার দিকে বাড্ডা থানার লিংক রোড এলাকা থেকে
মোহাম্মদ নিছার আলী: সোমবার দুপুর ১২:৪৫ মিনিটে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকা থেকে
আমিনুল হক ফয়সাল: সোমবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে
মো. আকাশ: মঙ্গলবার দুপুরে বাড্ডা থেকে
অন্যান্যদেরও রাতে ও ভোরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কিছুজনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে এবং অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবি কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।"
Comments