আখাউড়ায় মাদক ও স্মার্ট ফোন আসক্তিকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিশোর অপরাধ, স্মার্ট ফোনে আসক্তি, মাদক ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের চারশত শিক্ষার্থী এ সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ করেন।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক আশীষ সাহা।
উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদস্য হাসান ইমাম চৌধুরী প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সব সময় সত্য কথা বলতে, কখনও মাদকসেবন না করতে ও দেশপ্রেমে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ করান।
এ ব্যাপারে কাওসার আলম সোহেল সাংবাদিকদের জানান, সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করছে। তাঁরা আজ আখাউড়ায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের উদ্যোগে টিফিনের টাকায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে।
Comments