Image description

দেশে সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুরে, যা রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এই ঘটনা চলতি মাসে বাংলাদেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা। এর আগে, ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার একটি মাঝারি থেকে ভারী ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি এলাকায়। এর সাত দিন পর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সংবাদমাধ্যমকে জানান, “আজকের ভূমিকম্পটি নিম্ন মাত্রার, রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৫। এটির উৎপত্তিস্থল মনিরামপুর।” তিনি আরও বলেন, এ ধরনের নিম্ন মাত্রার ভূমিকম্প সাধারণত কোনো বড় ক্ষতির কারণ হয় না, তবে সতর্কতা অবলম্বন করা জরুরি।

চলতি মাসে ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পগুলোর মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। তাই ভূমিকম্প মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।