৮ দফা দাবিতে সীতাকুন্ডে পাট শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

লীজ বাতিল করে বন্ধকৃত রাষ্ট্রয়াত্ব পাটকল চালু ব্যক্তি মালিকানাধীন পাটকল সমূহে জাতীয় নুন্মতম মুজরী বাস্তবায়নসহ জুট মিলস শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে চট্টগ্রামের সীতাকুন্ডে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলস গেইট প্রাঙ্গণে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাদের ৮ দফা দাবি গুলো হল:
১। ক) ২০২০ সালের ২ জুলাই থেকে উৎপাদন বন্ধ ঘোষিত ২৫টি রাষ্ট্রায়াত্ব পাট কলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অবিলম্বে চালু করতে হবে এবং লীজ ফ্রথা বাতিল করতে হবে।খ) ২০২০ সালে চাকুরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয় নাই তাদের পূর্ণবহাল করতে হবে এবং চাকুরি অবসায়ন কৃত সকল শ্রমিকের পূর্ণাঙ্গ হিসাব প্রদান করতে হবে।
২। ক) ২০২০ সালের ১ ও ২ জুলাই মিল গুলি চালু থাকায় শ্রমিকরা কাজে নিয়োজিত ছিল ফলে উক্ত ২দিনের কাজের মজুরী, উৎসব বোনাস, বোনাসের পার্থক্য এবং উক্ত সালের ফ্রাপ্য ইনক্রিমেন্ট সুবিধা অবিলম্বে প্রদান করতে হবে।খ) পিচ রেটেড শ্রমিকদের মজুরী বিজেএমসি প্রদত্ত ১৯৭৮ সালের সার্কুলার অনুযায়ী হিসাব করতে হবে।
৩। ক) রাষ্ট্রয়াত্ব ২৬ টি পাট কলের মধ্যে ৫টি পাটকল অর্থ্যাৎ খালিশপুর জুট মিলস্,দৌলতপুর জুট মিলস্,জাতীয় জুট মিল, কর্ণফুলী- জুট মিল, ফোরাত-কর্ণফুলী কার্পেট মিল এর শ্রমিকদের ২০১৫ সালের মজুরী কমিশনের বকেয়াসহ পাওনা পরিশোধ করতে হবে। খ) ২০১৫ সালের পর যারা ৮ ঘন্টা কাজের পর অতিরিক্ত কাজ করেছে সেটা ওভার টাইম হিসাবে গন্য করে পাওনা পরিশোধ করতে হবে।গ) কর্মকর্তা/কর্মচারীদের ন্যায় শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান করতে হবে।
আবুল বশর ভূইয়া'র সভাপতিত্বে হাফিজ জুট মিলস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।
বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা দীন মোহাম্মদ, সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল,পৌর বিএনপি নেতা জাকির হোসেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সালামত উল্লাহ সালাম, যুবদল নেতা ফজলুর করিম চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন শ্রমিক দল, যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
Comments