
দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম কাঁচা বাজার আনোয়ারার চাতরী চৌমুহনীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
শনিবার বিকেলে চাতরীর মুদি-কাঁচা, মুরগী-মাংসের দোকান, সড়কে বাস পাকিংসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান চালান তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছে, অভিযানের সময় অবৈধভাবে পণ্যের দাম বেশি রাখায় মুদি-কাঁচা, মাংসে ওজনে কম দেওয়া এবং সড়ক দখল করে পাকিং করায় ৭টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় শেষ সকলকে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট। এরআগে চাতরীর মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনের কম ও বাসি মাংস বিক্রির অভিযোগ উঠে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যে ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করবে, ওজনে কম দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে তিনি উপজেলার বিভিন্ন পূর্জামন্ডপ পরিদর্শনে যান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Comments